মাগুরা সদরের মাগুরা-যশোর মহাসড়কে মঘীর ঢাল নামক এলাকায় ২টি বাস ও ১টি মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ৪ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান- দুপুর ২টার দিকে বরিশাল থেকে যশোর মুখি চাকলাদার পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা সোহাগ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছনে থাকা একটি মাইক্রোবাসকেও আঘাত করে সোহাগ পরিবহনের বাসটি । সংঘর্ষে চাকলাদার পরিবহনের বাসটি রাস্তার পাশে খাদে পানির ভেতর পড়ে যায়। এ সময় বাস ও মাইক্রোয় থাকা যাত্রীদের মধ্যে এ হতাহতের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে । নিহতদের মধ্যে নরসিংদির সিকান্দার ও বাসের সুপারভাইজার আমিনুলের পরিচয় পাওয়া গেছে। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।
বি/কে, মাগুরা নিউজ টুডে।
ভিডিও দেখতে নিচের লিংকে ক্লিক করুন