বিশ্বখ্যাত ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের দাদী বেগম রেবেকা নাহার বুধবার (১৩ জানুয়ারী) রাতে বার্ধক্যক জনিত কারণে মাগুরা শহরের কেশব মোড়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি….. রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল নব্বই বছর। তিনি দুই পুত্র, তিন কন্যা, নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় মাগুরা সরকারি কলেজ মাঠে তার নামাজে জানাযা শেষে তাকে মাগুরা পৌর গোরস্থানে দাফন করা হবে বলে জানান সাকিবের বাবা মাশরুর রেজা। সাকিব জাতীয় দলের ক্যাম্পে থাকার কারণে দাদীর জানাযায় অংশ নিতে পারছেন না।
বি/কে, মাগুরা নিউজ টুডে।