মাগুরা ইনডোর স্টেডিয়ামে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত উপহারের চেক বিতরণ করা হয়। সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে এ চেক বিতরণ করেন।
আজ শনিবার উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু , উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
এসময় সদর উপজেলার ২৯টি স্কুলের দুইশো ৭০ জন শিক্ষক ও কর্মচারীর মধ্যে ১১ লাখ ৭০ হাজার টাকার চেক দেয়া হয়।