মাগুরা প্রতিনিধি – করোনা আক্রান্ত সাংবাদিকের পাশে মাগুরা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
আজ শনিবার দুপুরে মাগুরা শহরের তাতীপাড়ায় লকডাউনে থাকা বেসরকারী টিভি চ্যানেল ডিবিসি নিউজের মাগুরা জেলা প্রতিনিধি ও মাগুরা নিউজ টুডে নামক অনলাইন নিউজ পোর্টালের বার্তা সম্পাদক বাণীব্রত কুণ্ডুর জন্য মাগুরা প্রেসক্লাবের পক্ষথেকে মৌসুমি ফল ও খাদ্যসামগ্রীর উপহার দেওয়া হয়। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে বানিব্রত কুণ্ডুর সঙ্গে সাক্ষাত করা হয় ।
এ সময় তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান । তাকে স্বাস্থ্য বিধি মেনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে বলেন তিনি । এছাড়াও করোনা জয় করতে মানসিক শক্তি ও সাহস দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক মোখলেছুর রহমান, রাশেদ খান, দেলোয়ার হোসেন ও শেখ ইলিয়াস মিথুন।
করোনা আক্রান্ত হয়ে লকডাউনে থাকা অবস্থায় মাগুরা প্রেসক্লাবের পক্ষ থেকে এমন উপহার পেয়ে উপস্থিত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডিবিসি নিউজের মাগুরা জেলা প্রতিনিধি বাণীব্রত কুণ্ডু ।
উল্লেখ্য, বাণীব্রত কুণ্ডু শারীরিক ভাবে অসুস্থ বোধ করলে গত ১ জুলাাই করোনা টেষ্টের জন্য নমুনা দেয় । পরবর্তীতে গত ৩ জুলাই তার করোনা টেষ্টের ফলাফল পজেটিভ আসে। ফলাফল পাওয়ার পর থেকেই সে ডাক্তারের পরামর্শে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
আজ ৪জুন শনিবার পর্যন্ত মাগুরা জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৬৬ জন। এদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৫২ জন। বর্তমানে হোম আইসোলেশনে আছেন ১০৬জন ।হাসপাতালে ভর্তি আছে একজন। করোনা আক্রান্ত হয়ে জেলায় মারা গেছে ৪ জন।