মাগুরার শালিখা উপজেলার বড় থৈপাড়া গ্রামের রতন বিশ্বাসের কন্যা লিখনী বিশ্বাস(১৫), নামের এক কিশোরী, পিতার উপর অভিমান করে নিজ ঘরের আঁড়ার সাথে গলায় রশি নিয়ে আত্মহত্যা করেছে৷ ২৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বড় থৈ-পাড়া গ্রামে এঘটনা ঘটে৷
নিহতের পরিবারের লোকজন জানান আমাদের মেয়ে লিখনী বিশ্বাস থৈ-পাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর এসএসসি পাস করেছে। সে গত কয়েক দিন ধরে তার পিতার কাছে একটি এন্ড্রোয়েড ফোন কিনে দেওয়ার দাবি জানাই৷ ফোনটি কিনে না দেওয়ায় সে অভিমান করে আত্মহত্যা করেছে৷
এব্যাপারে শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম বলেন মেয়েটি তার বাবার কাছে একটি এন্ড্রোয়েড মোবাইল ফোন চেয়েছিল৷ ফোনটি না কিনে দেওয়ায় সে আত্মহত্যা করেছে৷
বি/কে মাগুরা নিউজ টুডে।