মুজিব শতবর্ষ উপলক্ষে ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন করেছে ‘পরিবর্তনে আমরাই’। আজ দুপুরে মুজিব বর্ষের অঙ্গীকার, সবুজে ভরা বাংলার” এই স্লোগানে মাগুরা জেলার সক্রিয় যুব সংগঠনটি এ বৃক্ষরোপন কর্মসূচি পালন করে।
সংগঠনটির প্রধান উপদেষ্টা জনাব অ্যাড. শাখারুল ইসলাম শাকিল এ কার্যক্রমের উদ্বোধন করেন এবং প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব নাহিদুর রহমান দুর্জয় এর নেতৃত্বে মনোয়ারা জামান মাধ্যমিক বিদ্যালয়, মাগুরা বিজনেস ম্যানেজমেন্ট কলেজ সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে আম, পেয়ারা, আমলকী, বকুল ইত্যাদি গাছের চারা রোপন করে। এই কার্যক্রমে সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা কমিটির সদস্য জনাব চাষী মোঃ রবিউল ইসলাম এর সার্বিক সহযোগিতায় বৃক্ষ রোপন করেন বর্তমান সাধারণ সম্পাদক মোঃ আশিকুল ইসলাম সহ মোঃ সজিব হোসেন, ফাহিম হাসান বাপ্পি, তুহিন শেখ, পিয়াস, তারিকুল ইসলাম, আল-আমিন, সিহাব, ফুয়াদ।
যে সকল প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন করা হয় সেসকল প্রতিষ্ঠান প্রধান সহ অন্যান্য শিক্ষকেরা এই কার্যক্রমকে সাধুবাদ জানান এবং পরিবর্তনে আমরাই এর সমৃদ্ধি কামনা করেন।
বি/কে, মাগুরা নিউজ টুডে।
চমৎকার কর্মসূচি। পরিবর্তনে আমারই এর জন্য রইলো অসংখ্য শুভকামনা