প্রেসক্লাবের পক্ষ হতে করোনায় আক্রান্ত মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের বাসভবনে তার প্রতি সমবেদনা জানিয়ে ফলমুলসহ খাদ্য সামগ্রীর উপহার পৌছে দেন স্থানীয় সাংবাদিকরা।
বৃহস্পতিবার দুপুরে এ উপহার সামগ্রী পৌছে দেয়া হয়। এ সময় মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খানসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন । সাংবাদিকবৃন্দ জেলা প্রশাসকের দ্রুত আরোগ্য কামনা করেন ।
উল্ল্যেখ যে, মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম বুধবারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি নিজ বাসভবনে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
গত ২৬ জুলাই জেলা প্রশাসকসহ ৩৯ জনের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানোর পর বুধবার পাওয়া ফলাফলে জেলা প্রশাসকসহ নতুন করে ২৪ জন করোনা শনাক্ত হয়।
বি/কে, মাগুরা নিউজ টুডে।