দ্বিতীয় দফায় আজ ১৬ জানুয়ারী মাগুরার একমাত্র পৌরসভার নির্বাচন উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। নারী-পুরুষ সকলের ব্যাপক অংশগ্রহনে জেলায় এই প্রথম ইভিএম পদ্ধতি ব্যবহার এ নির্বাচন সংগঠিত হচ্ছে।
এ পর্যন্ত ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন বলে জানা গেছে। ইভিএম নিয়ে প্রথমদিকে সাধারন ভোটারদের উৎকণ্ঠা থাকলেও, নতুন এ পদ্ধতিতে ভোট দিতে পেরে খুশি তারা। জয়ের ব্যাপারে আওয়ামীলীগ ও বিএনপি দু’দলই জয়ের ব্যাপারে আশাবাদী।
৩ জন মেয়র প্রার্থী, ৯ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৩৮ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। মাগুরা পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩৫টি ভোটকেন্দ্রে ৭৬ হাজার ৮৭৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৩৯ হাজার ২৮০ জন পুরুষ ও ৩৭ হাজার ৫৯৪ জন নারী ভোটার।
বি/কে, মাগুরা নিউজ টুডে।