আজ ২৬ নভেম্বর। বিশেষ কোনো দিন নয়। তবে একজনের জন্য দিনটি বিশেষ। তিনি আমাদের মাগুরা নিউজ টুডের প্রকাশক ও সম্পাদক এ্যাড, শাখারুল ইসলাম শাকিল । আজ তার জন্মদিন। মাগুরা নিউজ টুডে পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা তার জন্য ।
এ্যাড, শাখারুল ইসলাম শাকিল মাগুরা জেলার সন্তান হওয়াই, জেলায় ঘটে যাওয়া বিভিন্ন খবরাখবর মাগুরা জেলাসহ দেশ ও দেশের বাইরে থাকা মাগুরা বাসীর কাছে পৌছে দেওয়ার জন্য মাগুরা নিউজ টুডে নামে অনলাইন নিউজ পোর্টাল খোলার অন্যতম স্বপ্নদ্রষ্টা । তিনি মাগুরা জেলাকে নিয়ে স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অদম্য চেষ্টা করে আজ দেশে ও দেশের বাইরে এখন মাগুরার জনপ্রিয় অনলাইন পত্রিকা মাগুরা নিউজ টুডে । তিনি অনলাইন নিয়ে প্রচণ্ড আশাবাদী এক মানুষ। তার কাছে হতাশা শব্দটি একদম শূন্য কোটায়।
জন্মদিনের সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, সবার জীবনে জন্মদিনটা স্পেশাল হলেও এই দিন নিয়ে স্পেশাল কোন পরিকল্পনা নেই। অন্যান্য দিনের মত আজও সাধারণ মানুষকে আইন সহায়তা দেওয়ার জন্য কোর্টে গিয়েছি ।এবং আমার প্রিয় অনলাইন পোর্টাল মাগুরা নিউজ টুডের নির্বাহী সম্পাদক,বার্তা সম্পাদকসহ জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিদের সাথে জেলার বিভিন্ন সংবাদ সম্পর্কে আলোচনা করেছি।সবশেষে তিনি তার জন্মদিনে মাগুরা বাসীর কাছে দোয়া চেয়েছেন ।
তরুণ এ প্রকাশক ও সম্পাদকের জন্মদিনে মাগুরা নিউজ টুডের নির্বাহী সম্পাদক শেখ ইলিয়াস মিথুন ও বার্তা সম্পাদক এ্যাড. বানীব্রত কুণ্ডুসহ অন্যান্য শোভাকাঙ্খীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন ও তার উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।