মাগুরায় রাষ্টিয় সালাম ও হাজারো মানুষের অংশ গ্রহনে ঐতিহাসিক নোমানী ময়দানে সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও মহান মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীর উপ-অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা মোল্ল্যা নবুওয়াত আলী’র নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বার্ধ্যক জনিত কারনে বীর মুক্তিযোদ্ধা মোল্ল্যা নবুওয়াত আলী আজ ভোর সাড়ে পাচটায় শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তার পুত্র মুনতাসিম বিল্লাহ বরগুনা ও নারানগঞ্জের সাবেক জেলা প্রশাসক ছিলেন। বাদ আছর নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।