মাগুরা প্রতিনিধি – মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । মাগুরা সার্কিট হাউজ চত্বরে এ উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম ।
এসময় বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা ও দায়রা জজ মো. কামরুল হাসান, পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহ, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, শালিখা উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট কামাল হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন জেলা কালেক্টরেট জামে মসজিদের ইমাম মাওলানা মো. আমিরুল ইসলাম। ইফতার ও দোয়া মাহফিলে জেলার বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।