মাগুরা মহম্মদপুর উপজেলার মন্ডলগাতী গ্রামের নিবাসী মাগুরা জজ কোটের এ.পি.পি এ্যাড সৈয়দ ফিরোজুর রহমান চলে গেলেন না ফেরার দেশে। (ইন্না-লিল্লাহ অ-ইন্নাইল্লাহি রাজেউন)। জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ হার্টের সমস্যাসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। সকলের অংশগ্রহনে মরহুমের জানাজা নামাজ ১০ টায় জেলা জজ কোট প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। তখন সকলে তার বিদ্রোহী আত্মার মাঘফিরাত কামনা করেন।
তার মৃত্যুতে ফেসবুকে অনেকেই শোক প্রকাশ করেন ও তার শোক সন্ত্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. শাখারুল ইসলাম শাকিল তার ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়ে জানান, আমার খুব একজন কাছের শ্রদ্ধা ও ভালবাসার ব্যক্তিকে হারালাম। তিনি ছিলেন আওয়ামীলীগের নিবেদিত প্রান। কিন্ত তিনি আর আমাদের মাঝে নেই। (ইন্না-লিল্লাহ অ-ইন্নাইল্লাহি রাজেউন)। তার বিদ্রোহী আত্মার মাঘফিরাত কামনা করি ও তার শোক সমপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেন, আওয়ামী লীগের নিবেদিত প্রান বিশিষ্ট আইনজীবী আমাদের সবার প্রিয় এ্যাড. ফিরোজ ভাই ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ফিরোজ ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি, তার বিদেহী আত্নার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
দৈনিক যুগান্তর ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু বাসার আখন্দ তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেন, ‘চলে গেলেন আমাদের প্রিয় ফিরোজ ভাই। সদাহাস্য এড. সৈয়দ ফিরোজুর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা করি। যেখানেই থাকুন ভালো থাকুন ফিরোজ ভাই।’
বি/কে, মাগুরা নিউজ টুডে।
Please correct the name of Syed Firozur Rahman not ahmmed