জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে মাগুরায় দাবা লীগ এর উদ্বোধন হয়েছে।
রবিবার দুপুর ১২ টায় শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে দাবা লীগের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা -১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ড. আশরাফুল আলম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদুর রহমান মল্লিক দীপু,যুগ্ম সম্পাদক বাংলাদেশ দাবা ফাউ-েশন, এ্যাড. শাখারুল ইসলাম শাকিল ,আহবায়ক দাবা উপ-কমিটি ও সদস্য,কার্যনির্বাহী পরিষদ,জেলা ক্রীড়া সংস্থা, আলহাজ¦ মকবুল হোসেন ,সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা মাগুরা । এ দাবা লীগে জেলার মোট ১৫টি দল অংশ নেয়।
মাগুরা জেলা ক্রীড়া সংস্থার আযোজনে এই দাবা লীগের সার্বিক সহযোগীতা করেছে জেলা পুলিশ,মাগুরা ও বাংলাদেশ দাবা ফেডারেশন।