মাগুরা শহরের কলেজ পাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা মুল্যের ৩শ গ্রাম হেরোইনসহ মাহমুদুর রহমান রিগ্যান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে শহরের কলেজ পাড়া এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৩শ গ্রাম নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মোঃ আব্দুর রহিম জানান- গোপন সংবাদের ভিত্তিতে শহরের কলেজ পাড়া এলাকায় মাগুরা সরকারি কলেজের একজন সাবেক অধ্যক্ষের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে ভাড়াটিয়া শহরের সাহা পাড়া এলাকার মর্জি এলাহির ছেলে মোঃ মাহমুদুর রহমান রিগ্যান (৩৭) কে আটক করে তার দেয়া তথ্য মতে তার আলমারি থেকে ৩শ গ্রাম নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার করা হয়।
আকটকৃত মাদকের দাম প্রায় ৩০ লাখ টাকা। আটকৃত রিগ্যানের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হবে।
বি/কে, মাগুরা নিউজ টুডে।
ভিডিও দেখতে নিচে ক্লিক করুনঃ