মাগুরা শহরের ভায়না চোপদারপাড়া নিবাসী মরহুম আবদুল হালিম এর স্ত্রী, বিশিষ্ট সাংবাদিক এডভোকেট মোখলেসুর রহমানের মা মোমেনা বেগম রবিবার রাত দশটায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….. রাজিউন )। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি সাত পুত্র, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন মাগুরা- ১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর শ্রী বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামিম খান, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সালাউদ্দিন আহমেদ, জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমানসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সোমবার দুপুর দুইটায় ভায়না হাজী সাহেব ঈদগা ময়দানে তার নামাজে জানাজা শেষে পৌর গোরস্থানে দাফন করা হয়।