মাগুরায় আজ শনিবার যমুনা টেলিভিশনের সাংবাদিক আলিমুজ্জামান উজ্জল, মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নানসহ নতুন করে আরও ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত ৮২৪ জন। শুক্রবার পর্যন্ত সুস্থ হয়েছে ৬৯৯ জন। মারা গেছে ১৭ জন।
মাগুরা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, আজ শনিবার জেলায় নতুন করে ৫জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মাগুরায় এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ৮২৪ জন। শুক্রবার পর্যন্ত হোম আইসোলেশনে আছেন- ৯৪ জন।
এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে জেলায় মারা গেছে ১৭ জন।
বি/কে, মাগুরা নিউজ টুডে।