স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিভাগীয় পর্যায়ে মাগুরা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শুরু হয়েছে ৩ দিন ব্যাপি অভিনয় কর্মশালা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
গ্রুপ থিয়েটার ফেডারেশনের সমন্বয়কারি সাংবাদিক শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান। বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক ধীমান চন্দ্র বর্মন, জেলা শিল্পকলা একাডেমীর আহবায়ক কমিটির সদস্য বিশ্বজিৎ চক্রবর্তী। ৩ দিন ব্যাপি এ কর্মশালায় খুলনা বিভাগের মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া জেলার ২০টি সংগঠনের ৩০ জন নাট্যকর্মী অংশ নিচ্ছেন। আগামী ২৬ ফেব্রুয়ারী কর্মশালা শেষ হবে।