মাগুরায় যমুনা ব্যাংকের ১৬০ তম শাখার উদ্বোধন হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় আসাদুজ্জামান মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাগুরা শাখার উদ্বোধন করেন আলহাজ্ব নূর মোহম্মদ, চেয়ারম্যান যমুনা ব্যাংক ফাউন্ডেশন। যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হুমায়ুন কবির খান,সতন্ত্র পরিচালক, যমুনা ব্যাংক লিমিটেড।
বক্তারা জানান,যমুনা ব্যাংক সারাদেশে সুনামের সাথে ব্যাংকিং পরিচালনা করছে। এই ধারাবাহিকতায় মাগুরায় যমুনা ব্যাংকের ১৬০ তম শাখার উদ্বোধনের মাধ্যমে সাধারণ মানুষের আর্থিক লেনদেন আরো সহজতর হবে। মাগুরার শাখার উদ্বোধন উপলক্ষে সকল অনলাইন লেনদেনে চার্জ ফ্রি ঘোষণা সহ বেশ কিছু লেনদেন ফ্রি সার্ভিস ঘোষনা দেন যমুনা ব্যাংকের ফাউন্ডেশন চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহম্মদ।
উল্লেখ্য, যমুনা ব্যাংকের ১৬০ তম নতুন এই শাখাটি মাগুরা জেলা শহরের কলেজ রোডের খন্দকার প্লাজার ২য় তলায় অবস্থিত।