“শিশুর সাথে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে” এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার দুপুরে বাংলাদেশ শিশু একাডেমী মাগুরার আয়োজনে সরকারি শিশু পরিবার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহাম্মদ আল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড.আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছিসহ অন্যরা।
বিশ্ব শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী মাগুরা সপ্তাহব্যাপী সরকারি শিশু পরিবারের শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা,রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন করেছে। অনুষ্ঠান থেকে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।
বি/কে, মাগুরা নিউজ টুডে।
ভিডিও দেখতে নিচে ক্লিক করুনঃ