মাগুরায় আজ রবিবার বিশ্বখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিলসহ মোট ৮ রোগীর করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। তবে শাকিব এর বাবা মাশরুর রেজার শরীরে তেমন কোন উপসর্গ দেখা যায়নি বলে জানা গেছে।
মাশরুর রেজা কুটিল টেলিফোনে জানান- গত বুধবার থেকে তার শরীরে জ্বরসহ সামান্য কিছু উপসর্গ দেখা দেয়। পরে শুক্রবার তিনি করোনা পরীক্ষা করতে দেন। আজ রবিবার করোনা পরীক্ষার ফলাফলে তার পজেটিভ রেজাল্ট এসেছে। তবে সামান্য কিছু উপসর্গ ছাড়া তিনি সুস্থ্য আছেন বলে জানিয়েছেন।
মাগুরার সিভিল সার্জন জানান, সাকিবের বাবা যথেষ্ট ভালো আছেন। এখন পর্যন্ত তার কোন শারিরিক সমস্যা নেই বলেও জানান তিনি।
আজ নিয়ে জেলায় ৩০৭ জন রোগীর করোনা পজেটিভ ধরা পড়েছে। এরমধ্যে ৭জন মারা গেছেন। এ পর্যন্ত ১৬০ জন রোগী সুস্থ হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
বি/কে, মাগুরা নিউজ টুডে।