বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে মাগুরা জেলা বিএনপি পুলিশী বেরিকেটের মধ্যেই বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে।
রবিবার বিকাল সাড়ে ৩টায় মাগুরা শহরের সদর উপজেলা পরিষদের সামনে জেলা বিএনপি সমাবেশ শুরু করে। এ সময় মাগুরা-১ আসন থেকে গত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থী মনোয়ার হোসেন খানের নেতৃত্বে ভায়না টিটিসি সড়ক দিয়ে বিক্ষোভ মিছিল মহাসড়কে উঠতে চাইলে পুলিশ বেরিকেট দেয়। পরে মিছিল কারীরা সেখানেই পূর্নরায় সমাবেশ শুরু করে।
জেলা বিএনপি আহবায়ক আলী আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র মনোয়ার হোসেন খান, যুগ্ম আহবায়ক খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, ফারুকুজ্জামান ফারুক, ইকবাল আকতার, মিথুন রায়, যুবদল সভাপতি ওয়াসিকুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান, ছাত্রদল সভাপতি আব্দুর রহিম প্রমূখ।
বক্তারা বর্তমান সরকারের নানা ব্যর্থতার দায়ে অবিলন্বে পদত্যাগ দাবি করেন।