“সনদ যার, চাকরি তার” এই শ্লোগান নিয়ে মাগুরায় প্যানেল প্রত্যাশি নিবন্ধনধারী শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় মাগুরা প্রেস ক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন শুরু হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে সংগঠনের আহবায়ক মাহফুজুর রহমানের নেতৃত্বে বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক আরজু শরীফ, মোস্তাক আহমেদ, পাপিয়া শারমিন ও স্মৃতি বিশ্বাস।
মানববন্ধনে নিয়োগ বঞ্চিত শতাধীক নিববন্ধনধারী শিক্ষক অংশগ্রহন করেন। মানববন্ধনে প্যানেল ভিত্তিক নিয়োগ দিতে হবে, নিবন্ধনধারীদের নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নিয়োগ পরীক্ষা বন্ধ রাখা এবং ইন্ডেক্সধারীদের গনবিজ্ঞপ্তির অর্ন্তভুক্ত না করে আলাদা বদলির ব্যবস্থা করার দাবি জানান। মানববন্ধনে জেলার শতাধীক নিবন্ধিত শিক্ষক শিক্ষিকা অংশ গ্রহন করেন।
এ সময় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বির্নিমানে কৃত্তিম শিক্ষক সংকট থেকে মুক্তির পথ হিসাবে প্যানেল ভিত্তিক নিয়োগ দেয়ার অনুরোধ করেন। একই সাথে তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরে প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন।