করোনা টেস্ট ল্যাব (পিসিআর ল্যাব), হাসপাতালে হাই ফ্লো অক্সিজেন সাপ্লাই, আইসিইউ ও ভেন্টিলেটরের ব্যবস্থা করে করোনা রোগীর চিকিৎসার উপযোগী আয়োজন নিশ্চিত করার দাবিতে মানববন্ধন, পদযাত্রা ও সিভিল সার্জন বরাবর স্মারকলিপি পেশ করেছে গণকমিটির নেতৃবৃন্দরা।
আজ সকাল সাড়ে ১০টায় শহরের চৌরঙ্গী মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয় ।উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলী (বাংলাদেশ জাসদ মাগুরা জেলা শাখার সভাপতি) এবং যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু (বাসদ কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য)। বক্তব্য প্রদান করেন যুগ্ম আহ্বায়ক কাজী ফিরোজ (বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মার্কসবাদী মাগুরা জেলা আহ্বায়ক), সদস্য সচিব এটিএম আনিসুর রহমান (সিপিবি সদর উপজেলা সভাপতি)।
সমাবেশ শেষে একটি পদযাত্রা করে মাগুরা জেলা সিভিল সার্জন বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
বি/কে, মাগুরা নিউজ টুডে।