মাগুরার শালিখা উপজেলার বুনাগাতিতে অনুষ্ঠিত হয়ে গেল দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে ব্রী ধান-৭৫ চাষ সম্প্রসারণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস। এ উপলক্ষে কৃষান-কৃষানি প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত কুমার প্রামাণিক।
বাকলবাড়িয়া পানি ব্যবস্থাপনা দলের সভাপতি মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়- পানি উন্নয়ন বোর্ডের সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্পের অধীনে পানি উন্নয়ন বোর্ড ও কৃষি বিভাগের সমন্বয়ে স্বল্প পানি ব্যবহার করে উন্নত ও চিকন জাতের ব্রী ধান-৭৫ চাষের ফলে কৃষকরা উপকৃত হচ্ছেন। সুঘ্রানযুক্ত ও চিকন চাল হওয়ায় এ ধানের বাজার মূল্য অন্যান্য জাতের চেয়ে বেশী।
বি/কে, মাগুরা নিউজ টুডে।