মাগুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পাঁচ রত্নগর্ভা মা’কে সম্মাননা পুরস্কার দিয়েছে মাগুরা জেলা প্রশাসন ও জেলা লেডিস ক্লাব।
সোমবার সন্ধ্যায় মাগুরা আসাদুজ্জামান স্টেডিয়ামে এ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় জেলা লেডিস ক্লাবের সভানেত্রী ড. মোছাঃ নাসরিন আখতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংরক্ষিত সংসদ সদস্য কামরুল লায়লা জলি। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ কামরুল হাসানসহ অন্যরা।
সভা থেকে নিজেদের সন্তানদের উচ্চ শিক্ষিত ও বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত করায় রত্নগর্ভা মা হিসেবে পুরস্কৃতি হন মনিসা রানী সাহা, মিসেস সেলিনা বেগম, বেলা রানী দাস, জাহানারা কাদির ও মাগুরা সদরের সুলতানা ইয়াসমীন রত্নগর্ভা এসব মায়েদের হাতে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও উপহার সামগ্রী তুলে দেন অতিথি বৃন্দ।
বি/কে, মাগুরা নিউজ টুডে।