মাগুরায় কৃষিতে যান্ত্রিকরণ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চাষাবাদ, বিষমুক্ত খাদ্য ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হলো চাঁদের হাট এগ্রো ফার্ম।
মাগুরায় সদর উপজেলার বজরুক শ্রীকুন্ডী, বালিয়াডাঙ্গায় রবিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এগ্রো ফার্মের উদ্বোধন করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু সুফিয়ান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত কুমার প্রামাণিক, মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামীম আহম্মেদ খান ও চ্যানেল আইয়ের সাংবাদিক মোঃ শাহিনুর রহমান, অভিনেতা সাব্বির আহমেদ প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে মাগুরা জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৫০জন সংবাদ কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহারের মাধ্যমে চাষাবাদ, বিষমুক্ত ফসল সবজি চাষ, দেশীয় মাছ , হাস- মুগরী ও গরু- ছাগল পালন আম,কাঠাল, মালটা,পেয়ারাসহ বিভিন্ন ফসল ও গাছের চারা উৎপাদনসহ সবুজ বাংলাদেশ গঠনেই চাঁদের হাট এগ্রো ফার্মের মূল্য লক্ষ্য বলে এ ফার্মের উদ্যোক্তা মণিবুর রহমান শুভ সাংবাদিকদের জানান।
বজরুক শ্রীকুন্ডী গ্রামের অবসর প্রাপ্ত ইঞ্জিনিয়ার আবু বক্কর ও তার পুত্র মণিবুর রহমান শুভ পারিবারিক উদ্যোগে এ ফার্মটি করেছে। তাদের এই এগ্রো ফার্মের মাধ্যমে একদিকে যেমন বিষমুক্ত খাদ্য উৎপাদন হবে অন্যদিকে এই প্রজেক্টে স্থানীয় কিছু বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ হবে।
বি/কে, মাগুরা নিউজ টুডে।