মাগুরা শহরের জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন সিদ্দিকীয়া মাদ্রাসা মার্কেটে রূপালী ব্যাংকের নিচতলায় দুই নৈশ প্রহরীকে বেঁধে রেখে গতরাতে ডাকাতি চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় একজন নৈশ প্রহরী আহত হন।
সংশ্লিষ্ঠরা জানান- সোমবার রাত ২টার দিকে সিদ্দিকীয়া ও ডিসি অফিস মার্কেটের নৈশ প্রহরী গফফার বিশ্বাস ও মন্নুকে মারপিট করে হাত, পা ও মুখ বেঁধে ফেলে ডাকাতরা। সিদ্দিকীয়া মার্কেটের নিচতলায় কামরুল ইসলামের সাইকেল পার্টস, ইজি বাইক ও ব্যাটারীর দোকানের সামনে দুটি পিকআপ ভ্যান দাঁড় করিয়ে ২৩টি তালাকেটে দোকানে ঢুকে পড়ে।
ইতিমধ্যে নৈশপ্রহরী গফফর কৌশলে বাঁধন খুলে পাশে জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারির দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের খবর দিলে পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হলে ডাকাতরা পিকআপ ভ্যান চালিয়ে দ্রুত সটকে পড়ে। পরে টহল পুলিশ একটি পিকআপ ভ্যান জব্দ করে। কিন্তু কাউকে গ্রেফতার করতে পারেনি।