মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় নতুন করে ডাক্তার সুশান্ত কুমার বিশ্বাসসহ ১০ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮২ জন। পৌরসভার পিটিআই পাড়া, খান পাড়া ও একতা কাঁচাবাজার এলাকাকে রেডজোন ঘোষনা করে লকডাউন করা হয়েছে।
মাগুরার সিভিল সার্জন ডাঃ প্রদীপ কুমার সাহা জানান, গত ২৪ ঘন্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে মাগুরার ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে
মাগুরা পৌরসভার ৮ জন, জেলা জজ বাংলো, নতুন বাজার, ভায়না, সদর হাসপাতাল পাড়া, পারনান্দুয়ালী, ডক্টরস কোয়ার্টার গলি,এবং কাশিনাথপুরের ২ জন। শ্রীপুরের রায়নগর,নাকলের ১জন।
শালিখার দেশমুখপাড়া,বুনাগাতির ১জন।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৮২। ইতিমধ্যে সুস্থ্য হয়েছেন ৩৪ জন। হোম আইসোলেশনে আছে ৩৬জন। আক্রান্তদের বাড়িসহ আশপাশের বাড়ি স্থানীয় প্রশাসন পক্ষ থেকে লকডাউন ঘোষণা করেছে। তাদেরকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এ পর্যন্ত মাগুরা জেলায় করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।