মাগুরা শহরের ভায়না এলাকায় ট্রাক চাপায় শরিফুল ইসলাম (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মাগুরা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোঃ আলি সাজ্জাদ জানান, সোমবার রাত ৯টার টার দিকে মাগুরা শহরের ভায়নার মোড়ে মাগুরা- ফরিদপুর মহসড়কে ঝিনাইদহ থেকে ঢাকা গামী সবজি বোঝায় একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি কে পুলিশ আটক করলেও, চালক পলাতক রয়েছে। এ ঘটনায় নিহতের লাশ মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহত শরিফুল ইসলাম মাগুরা শহরের ভায়না চোপদার পাড়ার বাসিন্দা। তিনি মাগুরা এলজিইডি অফিসে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।