জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে মাগুরা জেলা কৃষক দল সমাবেশ কর্মসূচী পালন করেছে।
আজ রবিবার দুপুরে মাগুরা ইসলামপুর পাড়াস্থ বিএনপি কার্যালয় চত্বরে জেলা কৃষক দলের আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে সংগঠনের আহবায়ক ও কেন্দ্রীয় নেতা মোঃ রুবায়েত হোসেন খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহাঙ্গীর আলম হীরার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আকতার হোসেন, যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, ফারুকুজ্জামান ফারুক, সদর থানার সভাপতি কুতুব উদ্দিন, পৌর সভাপতি মাসুদ হাসান কিজিল, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আমিরুল ইসলাম, ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম প্রমূখ।
বক্তারা, সরকারের কঠোর সমালোচনা করে জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি প্রত্যাহার দাবি করেন। কৃষকদের স্বার্থে অন্যথায় সরকার পতনের আন্দোলন করার হুমকি দেন।