জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্থাপক অর্পন, আলোচনা সভা ,আনন্দ শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে মাগুরায় ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে।
মঙ্গলবার সকাল ১১ টায় সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পন এর মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আলী হোসেন মুক্তার সঞ্চালনায় আলোচনা সভায় আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, আশরাফুজ্জামান হিশাম, জাহাঙ্গীর আলম, শাখারুল ইসলাম শাকিলসহ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদি হাসান রুবেল এর নেতৃত্বে শহরে আনন্দ র্যালী বের হয় । র্যালীটি শহর প্রদক্ষিন শেষে সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।