মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের দাতিয়াদাহ গ্রামে খালা বাড়ি বেড়াতে এসে সুরাইয়া (২) নামে এক শিশু পুকুরে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা পৌনে চারটার সময় এ ঘটনাটি ঘটে। সুরাইয়া শ্রীপুর উপজেলার মহেশপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।
শিশু সুমাইয়ার খালু সাইফুল মোল্যা জানান, ঘটনার সময় বিকেলে সুরাইয়া ও তার মা কমেলা দুজনই বাড়ির পাশে পুকুর পাড়ে বসে ছিলেন। মোবাইল ফোনে কল আসলে কমেলা ঘরে চলে যায়। অসাবধনতাবশত পুকুরের পানিতে পড়ে যায় সুরাইয়া। পরিবারের সদস্যরা তাকে না পেয়ে পুকুরে নেমে খোঁজখুঁজির পর মৃত অবস্থায় পুকুর থেকে তার লাশ উদ্ধার করে এলাকাবাসী।
মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন বাবুখালী পুলিশ ক্যাম্প ইনচার্জ ফরহাদ হোসেন।
বি/কে, মাগুরা নিউজ টুডে।