“উন্নত পল্লী উন্নত দেশ,বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরায় দরিদ্র মহিলাদের জন্য সম্বনিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়ে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণের আয়োজন করেছে।
বৃহস্পতিবার সকালে জগদল সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মাগুরা সদর এর আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় জগদল সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জিন্নাত আরা আন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।
বিআরডিবির উপজেলা পল্লী উন্নয়ন অফিসার দেবাশীষ কুমার দাশের সার্বিক পরিচালনায় কিশোরী সংঘের সচেতনতামূলক প্রশিক্ষণে বক্তব্য রাখেন, মাগুরা বিআরডিবি উপপরিচালক শাহানারা বেগম, জগদল সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নান শিকদার, জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম, সহকারি কমিশনার ভূমি সাদ্দাম হোসেন, সহকারি কমিশনার আসলাম সারোয়ার, সহকারি কমিশনার আইসিটি আলাউদ্দিন কাদের। অনুষ্ঠানে উপস্থাপনা করেন, সহকারী শিক্ষক মো. গোলাম মোর্শেদ, সহকারী শিক্ষিকা নারগিস পারভিন, ছাত্রী কামনা খাতুন। কর্মশালায় স্কুলের প্রায় ১শ ছাত্রী অংশগ্রহন করেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ড.আশরাফুল আলম বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে নারীদের জন্য। তিনি বাল্যবিবাহ রোধে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান। প্রশিক্ষণ শেষে অতিথিগণ ছাত্রীদের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেন।