মাগুরা হাসপাতালে করোনা টেস্ট ল্যাব (পিসিআর ল্যাব), হাই ফ্লো অক্সিজেন সাপ্লাই, আইসিইউ ও ভেন্টিলেটরের ব্যবস্থা করে করোনা রোগীর চিকিৎসার উপযোগী আয়োজন নিশ্চিত করার দাবিতে সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ সকল দাবিতে আজ সকাল ১১টায় চৌরঙ্গী মোড়ে সমাবেশ ও সিভিল সার্জন এর কার্যালয় পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠানের আয়োজন করে মাগুরা জেলা করোনা দুর্যোগ মোকাবিলায় গণকমিটি।
সমাবেশে সভাপতিত্ব করেন গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলী (বাংলাদেশ জাসদ মাগুরা জেলা শাখার সভাপতি)। সমাবেশ পরিচালনা করেন যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু (বাসদ কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য)। বক্তব্য প্রদান করেন গণকমিটির যুগ্ম আহ্বায়ক কাজী ফিরোজ (বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মাগুরা জেলা সভাপতি), বাহারুল হায়দার বাচ্চু (সদস্য, বাংলাদেশ জাসদ)। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক কামরুজ্জামান চপল।
বক্তাগণ বলেন, জনসংখ্যার অনুপাতে করোনা আক্রান্ত হওয়ার হার বেশি বাংলাদেশের এমন ১৫টি জেলার একটি মাগুরা জেলা। অথচ মাগুরা সদর হাসপাতালে করোনা টেস্ট ল্যাব, জেলা হাসপাতালে হাই ফ্লো অক্সিজেন সাপ্লাই, আইসিইউ ও ভেন্টিলেটর নেই। অর্থাৎ করোনা রোগীর চিকিৎসার প্রাতিষ্ঠানিক কোন আয়োজনই নেই। করোনা দুর্যোগ মোকাবিলায় গণকমিটির পক্ষ থেকে ৬ মাস ধরে দাবি জানান হচ্ছে। কেবল আশ্বাস দেওয়া হচ্ছে, বাস্তবায়ন করা হচ্ছে না।
বক্তাগণ আরও বলেন, গত ২৮ জুলাই মাগুরা জেলা সিভিল সার্জন বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছিল। সিভিল সার্জন মহাদয় উপরোক্ত সকল দাবির যৌক্তকতা স্বীকার করে সেসময় আশ্বাস দেন ১ মাসের মধ্যে হাই ফ্লো অক্সিজেন সাপ্লাই সিস্টেম স্থাপন সম্পন্ন করা হবে এবং করোনা টেস্ট ল্যাব (পিসিআর ল্যাব ) নির্মাণের কাজ শুরু হবে। কিন্তু দেড় মাস অতিবাহিত হলেও হাই ফ্লো অক্সিজেন সাপ্লাই সিস্টেম স্থাপন হয়নি। তাই সকলের স্বাস্থ্য সুরক্ষায় সমাবেশ থেকে অবিলম্বে এ সকল দাবি বাস্তবায়নের আহ্বান জানান হয়।
বি/কে, মাগুরা নিউজ টুডে।