মাগুরা শহরের জেটিসি সড়কে নবগঙ্গা নদীর পাড় ঘেষে শেখ কামাল সেতুকে দৃশ্যমান করে মনোরম পরিবেশে উদ্বোধন হলো ফাস্টফুড ও চাইনিজ রেস্টুরেন্ট “ ফিড ইউ ’’। ৫ বন্ধুর নতুন কিছু করার স্বপ্ন থেকেই এ আয়োজন বলে জানান আয়োজকরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ফিতা ও কেক কেটে এবং দোয়ার মাধ্যমে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর এ রেস্টুরেস্টের উদ্বোধন করেন।
আয়োজকরা জানান- নিজ শহরে নতুন কিছু করার আগ্রহ নিয়েই নিলয় শংকর সাহা, গোলাম মুক্তাদির রিয়াদ, হিমিকা পারভীন নুপুর, মেহেদু হাসান পিয়াল ও দিব্যেন্দু বিশ্বাস গড়ে তুলেছেন এ রেস্টুরেন্ট।
রেস্টুরেন্ট থেকে নবগঙ্গা নদীর বিকেল ও সন্ধ্যার চমৎকার নৈসর্গ উপভোগ করার মাধ্যমে ফাস্ট ফুড ও চাইনিজ খাবারের জন্য এখানে অত্যন্ত চমৎকার আয়োজন করা হয়েছে। তারা দাবী করেন এখানে বন্ধুত্বপূর্ণ সেবার মাধ্যমে গ্রাহকদের চাহিদা পূরণ করতে আমরা সচেষ্ট থাকবো। সেইসঙ্গে শিশুদের জন্য রয়েছে পৃথক খেলার জায়গা থাকায় এ জায়গাটি হতে পারবে আপনার পরিবারের জন্য এক টুকরো বিনোদনের মাধ্যম। অতিথিবৃন্দ প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন।
বি/কে, মাগুরা নিউজ টুডে।