করোনার কারনে এ বছর শহরের নোমানী ময়দানে কেন্দ্রিয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়নি। তবে সামাজিক দূরত্ব মেনে সকাল সাড়ে ৮ টায় জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে শহরের কেন্দ্রিয় জামে মসজিদে।
প্রধান এ জামাতে ইমামতি করেন মুফতি রইচ উদ্দিন। জেলা প্রশাসক কনোয় আক্রান্ত হওয়ায় প্রধান এ জামাতে তার পক্ষ থেকে অংশ নেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মাহববুর রহমান, আতিরিক্ত জেলা প্রসাশক সাবির্ক আফাজ উদ্দিন, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ শহরের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।
এদিকে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর ঈদের নামাজ আদায় করেছেন শহরের পশু হাসপাতালপাড়া জামে মসজিদে।
বি/কে, মাগুরা নিউজ টুডে।