ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রদর্শন করায় ইসলামী আন্দোলন মাগুরা জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । আজ বৃহস্পতিবার সকাল ১১টায় মাগুরা শহরের নোমানী ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে তারা ।
ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী মৌওলানা নাজিরুল ইসলাম, রবিউল ইসলাম, হাফেজ মনিরুজ্জামান প্রমূখ।
বক্তারা, ফ্রান্সে মহানবীকে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রদর্শন করায় তিব্র প্রতিবাদ জানিয়ে ফ্রান্সের সকল পন্য এ দেশে বয়কটের আহবান জানান।
বি/কে, মাগুরা নিউজ টুডে।