মাগুরা প্রতিনিধি : মাগুরায় আজ শনিবার নতুন ৭ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখা হলো ১৯০ জন। নতুন করে ২০ জনসহ মোট সুস্থ হয়েছে ৯৬ জন। শনাক্ত হওয়া ৭ জনের মধ্যে মাগুরা পৌরসভার ৩ জন, সদরে ২ ও শ্রীপুর উপজেলায় ২ জন।
মাগুরা সিভিল সার্জন ডা: প্রদিপ কুমার সাহা শনিবার দুপুরে জানান, জেলায় নতুন ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া পৌরসভার নতুন বাজার,আনসার কলোনী ও কলেজ পাড়ায় ১ জন , সদরের বগিয়া ইউনিয়নের বারাসিয়া ও শত্রুজিতপুরে ১ জন ও শ্রীপুর উপজেলার বালিয়াঘাটা ও তারাউজিয়ালে ১ জন করে আক্রান্ত হয়েছে । শনিবার নতুন করে ২০ জনসহ মোট সুস্থ হয়েছে ৯৬ জন । বর্তমানে প্রাতিষ্ঠানিক হোম আইসোলেশনে আছে ৭৮ জন । মৃত্যু হয়েছে মোট ৭ জনের ।