মাগুরায় আজ নতুন করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। মাগুরা সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া প্রাপ্ত তথ্যমতে, গতকাল নমুনা পাঠানো হয়েছিলো ৪৮ জনের। অদ্যাবধি মোট সন্দেহজনক নমুনা পাঠানো হয়েছে ৩০৩০ জনের।
আজ শুক্রবার প্রাপ্ত রিপোর্ট সংখ্যা ৪৭ জনের। অদ্যাবধি প্রাপ্ত মোট রিপোর্ট সংখ্যা ২৭৭৩ জনের। শুক্রবার প্রাপ্ত রিপোর্টে করোনা পজিটিভ ২০ জনের। এর মধ্যে মাগুরা পৌরসভায় ১৫ জন। মাগুরা সদর উপজেলায় ২ জন, মহম্মদপুর উপজেলায় ১জন, শ্রীপুর উপজেলায় ১ জন। এর মধ্যে খুলনা জেলার কয়রার ১ ব্যাক্তি আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা পজিটিভ ৫৪৪ জন। অদ্যাবধি মোট সুস্থ -৩৭৭জন। যার মধ্যে আজই নতুন করে সুস্থ হয়েছে ৫ জন।
এছাড়া বর্তমানে হোম আইসোলেশনে আছেন ১৪১ জন। হাসপাতালে ভর্তি আছে ২ জন। উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে ১৪ জনকে। অদ্যাবধি করোনা পজিটিভ হয়ে মৃত্যবরণ করেছে ১০ জন।
বি/কে, মাগুরা নিউজ টুডে।