মাগুরা প্রতিনিধি – করোনা ভাইরাস সংক্রমণ জনিত সমস্যার কারণে মাগুরার অসচ্ছল সংস্কৃতিসেবীদের এককালীন আর্থিক সহায়তা ও সাংস্কৃতিক সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমীর আয়োজনে এ আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, করোনা প্রাদুর্ভাবের কারণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে জেলার ৮৮ জন অসচ্ছল সংস্কৃতিসেবী ও সাংস্কৃতিক সংগঠনের মধ্যে প্রায় ১০লাখ টাকার আর্থিক অনুদান দেয়া হয়েছে।