মাগুরায় অনুষ্ঠিত হলো রেড ক্রিসেন্ট ইউনিটের আধুনিক মানের ভবন নির্মান উপলক্ষে মতবিনিময় সভা। দুপুরে মাগুরার মাতৃসদন পাড়ায় জেলা ইউনিটের নিজস্ব ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা রেড ক্রিসেন্ট সোস্যাইটি ইউনিট, মাগুরা। এ সময় সকল অতিথীদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করে ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোস্যাইটির ট্রেজারার মোহাম্মদ আব্দুস সালাম।
বক্তারা রেড ক্রিসেন্টকে একটি আন্দোলন ও অনুভুতি উল্লেখ করে আরো বেশি উদ্যোগী হয়ে উন্নয়নমূলক কাজ করতে যুব সমাজের প্রতি আহবান জানান। দুর্দিনে রেড ক্রিসেন্ট সোসাইটির মত স্বেচ্ছাসেবী সংগঠনের ভুমিকা তুলে ধরেন তারা।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোস্যাইটির ট্রেজারার মোহাম্মদ আব্দুস সালাম, জেলা পরিষদ প্রশাসক পংকজ কুমার কুন্ডু, সংগঠনের মহাসচিব কাজী শফিকুল আযম, সংগঠনের ব্যবস্থাপনা পর্ষদের সদস্য এবং ডিবিসি নিউজের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মনজুরুল ইসলাম ও সংগঠনের মাগুরা ইউনিটের সম্পাদক শফিকুল ইসলাম বাদশা। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট সোস্যাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রী বিমল শিকদার।
বি/কে, মাগুরা