মাদক ছাড়ুন, খেলাধুলা করুন, দেশ গঠনে অংশ নিন’- এ স্লোগানে ইয়াদ আলী ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ফুলবাড়ি অনুর্ধ্ব ১৬ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকালে ফুলবাড়ি পূর্বপাড়া মাঠ প্রাঙ্গনে এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় মাতব্বর একাদশের মুখোমুখি হয় শক্তিশালী মৌলভী একাদশ। পরে খেলায় মাতব্বর একাদশকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে মৌলভী একাদশ। টুর্নামেন্ট শেষে বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরষ্কার সামগ্রী বিতরন করা হয়।
এসময় খেলায় সেরা ফুটবলার হিসাবে পুরষ্কার গ্রহন করে মাতব্বর একাদশের তামিম ও সেরা গোলরক্ষক হয়েছে মৌলভী একাদশের মিনহাজ।
খেলা শেষে খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন, সৈয়দ আলাল মীর, আলম মীর, শাহিদ মীর, রুমান ও হাসনাত তারিক জীম।
খেলায় অংশগ্রহনকারী সকল ফুটবলারদের ইয়াদ আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফাউন্ডেশন চেয়ারম্যান সৈয়দ শামসুজ্জামান চাতক ও ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সৈয়দ আলীউজ্জামান আলক এবং সৈয়দ দিদারুল ইসলাম কনক।