মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের রায়নগর গ্রামের রাহাত নামে ৯ বছরের এক শিশু সাপের কামড়ে মারা গেছে ।
জানা গেছে, আজ সকাল ১১ টার দিকে রাহাত গরুর ঘাস কাটার জন্য নিজ এলাকার মাঠে যায়। সেখান থেকেই তাকে বিষধর সাপে দংশন করলে বাড়ি এসে সে তার মাকে জানায় । মা ছেলের কথায় কান না দিয়ে স্থানীয় ভাবে বিভিন্ন গাছ গাছরা দিয়ে চিকিৎসা করতে থাকে । পরে সে বেশি অসুস্থ্য হয়ে পড়লে মাগুরা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় । রাহাত ওই গ্রামের চঞ্চল শেখের ছেলে সে নাকোল প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ।