মাগুরা শ্রীপুর উপজেলার কাজলী গ্রামে কাঠ বোঝাই ব্যাটারি চালিত ভ্যানের নিচে চাপা পড়ে আসাদ (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে ।
জানা গেছে, শনিবার বিকালে কাঠ বোঝাই করে একটি ব্যাটারি চালিত ভ্যান শ্রীপুর উপজেলার কাবিল পুর গ্রাম থেকে কাজলী আসার পথে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আসাদ নামের শিশুটি রাস্তা পারারারের সময় ব্যাটারি চালিত একটি ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয় দারিয়াপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ।আসাদ উপজেলার কাজলি গ্রামে হিটলার সর্দারের ছেলে ।
এস/এম, মাগুরা নিউজ টুডে