মাগুরার শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল পড়ুয়া এক শিশু প্রাণ হারিয়েছে। নিহত শিশু মোঃ সাদিকুর রহমান (৮) শ্রীপুর সদর ইউনিয়নের মদনপুর গ্রামের মনোয়ার হোসেন নিলুর ছোট ছেলে। সাদিকুর রহমান শ্রীপুর নুরানি তালিমুল কোরান মাদ্রাসার ১ম শ্রেনীর ছাত্র।
জানা যায়, নিহত সাদিকুর রহমান সোমবার দুপুর ১২ঃ৩০ টায় তার মামাতো ভাই, বোনদের সাথে কুমার নদীতে গোসল করতে যায়। এ সময় শিশু সাদিকুর সাতার না জানায় পানিতে ডুবে হারিয়ে যায়। পরে তাকে পানিতে না দেখে সবাই বাড়িতে এসে পরিবারকে জানালে পরিবারের লোকজন নদীতে নেমে সাদিকুর রহমানকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।