শ্রীপুর উপজেলার শ্রীপুর গ্রামে ব্র্যাক পল্লী সমাজের কিছু নারীদের সচেতন করতে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য হাত ধোয়া ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর সহযোগিতায় শ্রীপুর পল্লী সমাজ এ ক্যাম্পের আয়োজন করা হয়।
“সুরক্ষিত হাতে সুরক্ষিত দেশ” এ শ্লোগান নিয়ে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী করোনা ভাইরাস প্রতিরোধে মাগুরার বিভিন্ন প্রত্যন্ত গ্রামাঞ্চলে কাজ করছে । এরই আলোকে আজ শ্রীপুর উপজেলার শ্রীপুর গ্রামের নারীদের সচেততন করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারীদের সামাজিক দূরত্ব বজায় রাখা, সাবান দিয়ে পরিস্কার রাখা, চোখ নাক ও মুখ হাত দিয়ে স্পর্শ করা থেকে বিরত থাকাসসহ নানা বিষয়ে পরমর্শ দেয়া হয়।
ক্যাম্পে প্রশিক্ষণ প্রদান করেন ব্র্যাক কর্মী সাবরিনা আক্তার । ক্যাম্পে ব্র্যাক পল্লী সমাজের ২০ জন নারী অংশ নেয় ।
বি/কে, মাগুরা নিউজ টুডে।