মাগুরার শালিখা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। বুধবার “মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি ” এই প্রতিপাদ্যের নিয়ে উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে, জাতীয় মৎস্য সপ্তাহ (২১-২৭ জুলাই) ২০২০ উপলক্ষে উপজেলা পরিষদ পুকুরে ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড কামাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার তানভীর রহমান, উপজেলা মৎস্য অফিসার কৃষিবিদ শারমিন আক্তার, সহকারি মৎস্য অফিসার মীর লিয়াকত আলী সহ মৎস্য দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মচারী বৃন্দ।
অনুষ্ঠানে মৎস্য সেক্টরের বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
বি/কে, মাগুরা নিউজ টুডে।