মাগুরার মহম্মদপুরের আওনাড়া গ্রামে বাল্য বিবাহ দিতে এসে শ্রীঘরে গেলেন দবরের দুলাভাই ও বিয়ের ঘটক।
বুধবার (২৪শে জুন) রাতে ১৫ বছরের বর ও ১৪ বছরের কনের বিয়ের অনুষ্ঠান থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে থানা পুলিশের মাধ্যমে তাদেরকে তুলে এনে ভ্রাম্যমান আদালতের দন্ডাদেশ করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।
দন্ডপ্রাপ্তরা হলেন বরের মামাতো দুলাভাই সবুজ লস্কর (৩৫) ও বিবাহ দেবার মধ্যস্থতাকারী ঘটক লাকু মিয়া (৪৮)। দুলাভাই সবুজ লস্করকে ৬ মাসের বিনা শ্রম কারাদন্ড ও ঘটক লাকু মিয়াকে দেড় বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অন্যদিকে বিয়ের মধ্যমণি বরের বয়স ১৫ বছর হওয়ায় তাকে তার অভিভাবকে জিম্মায় প্রদান করা হয়।
বরের দুলাভাই সবুজ লস্কর উপজেলার বিনোদপুর ইউনিয়নের উরুড়া গ্রামের আজিজার লস্করের ছেলে, ঘটক লাকু মিয়া একই ইউনিয়নের বেথুলিয়া গ্রামের মৃত অছেদ মোল্যার ছেলে। বর আমির শেখ (১৫) বেথুলিয়া গ্রামের শফিক শেখের ছেলে।