মাগুরার মহম্মদপুর সদরের চর-পাচুড়িয়া গ্রামে চলতি বছরের ৪ জুন আগুনে পুড়ে ০৭ টি পরিবারের বসতঘর সম্পুর্ণ ভষ্মীভুত হওয়ার ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে মাগুরা জেলা পরিষদের অর্থায়নে সোমবার দুপুরে মহম্মদপুর উপজেলা প্রশাসনের মাধ্যমে ঘর নির্মানের জন্য টিন বরাদ্দ ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৬ হাজার টাকার চেক ও দুই বান্ডিল করে টিনের বরাদ্দ প্রদান করা হয়েছে।
মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই চেক বিতরণ ও টিন বরাদ্দের ঘোষণা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান। এসময় মহম্মদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।