মাগুরার শালিখায় একটি বাসে তল্লাশি চালিয়ে ১২৬ বোতল ফেনসিডিল সহ ২ নারী মাদক কারবারি কে আটক করেছে পুলিশ ।
মাগুরা শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ বিশারুল ইসলাম জানান,আজ বুধবার দুপুর ২ টার দিকে শালিখা থানার সামনে থেকে বেনাপোল হইতে বরিশাল গামী জিএম পরিবহন(ঢাকা মেট্রো- ব ১৪-৬১৪৯) থেকে মাদক দুই নারীকে আটক করে।আটককৃত ২ নারীর দেহ তল্লাশী কররে ১২৬ বতল ফেনসিডিল উদ্ধার করে মহিলা পুলিশ সদস্যরা।
আটককৃতরা হলো মোছাঃ রহিমা খাতুন (৫০),স্বামী মৃত হান্নান সরকার ও তানিয়া ইসলাম(৩০),পিতা নজরুল ইসলাম। তাদের দুজনের বাড়ি যশোরের শার্শায়।
শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ বিশারুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।এ বিষয়ে একটি মাদক মামলা রুজু করা।